নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার এ উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে রথ এসে রিকাবীবাজারে ত্রিমোহনায় মিলিত হয়। সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষরা কীর্তন সহ রথ টেনে নিয়ে আসেন। সেখানে পূজা ও অন্যান্য ধর্মীয় আচার সম্পন্ন করা হয়।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী রথযাত্রা উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
রথযাত্রা উপলক্ষে রিকাবীবাজারে নয় দিনব্যাপী মেলাও বসেছে। ৩ জুলাই উল্টোরথ অনুষ্ঠিত হবে।
Leave a Reply