নিজস্ব প্রতিবেদক : সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের সাথে একাত্ম হয়ে সিলেটে খ্রিস্টান সম্প্রদায় রবিবার বিপুল আনন্দ আর বর্ণাঢ্য আয়োজনে শুভ বড়দিন উদযাপন করছেন।
এ উপলক্ষে মহানগরীর নয়াসড়কে প্রেসবিটারিয়ান গির্জা মনোরম সাজে সাজানো হয়। নতুন জামা-কাপড় পড়ে সেখানে সমবেত হন নারী-পুরুষ-শিশুরা। সকাল ১০টায় ঘণ্টা বাজিয়ে আহ্বান জানানো হয় সমবেত প্রার্থনার। সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় সমবেত প্রার্থনা। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
প্রার্থনা শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
খাদিমনগর এলাকায় অবস্থিত ক্যাথলিক গির্জায়ও সমবেত প্রার্থনা সহ নানা কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply