নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুসারে বিপণিবিতান ও শপিংমল বন্ধের প্রতিবাদে সিলেটের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।
বুধবার দুপুরে মহানগরীর জিন্দাবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় সর্বস্তরের ব্যবসায়ীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
জিন্দাবাজার পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা ফুয়াদ বিন রশিদ, আবুল কালাম আজাদ, আজির উদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী মাখন, আবদুর রহিম, মো হাবিবুর রহমান, মোস্তফা মেহদী হাসান খান, শাব্বীর আহমদ লোকমান, সোহেল উসমান গণি, জাবেদুর রহমান, শাহনেওয়াজ শাকিল, জাহাঙ্গীর হোসেন খান ও আবদুল আহাদ।
ব্যবসায়ীরা দাবি জানান, যেভাবে বিশেষ বিবেচনায় শিল্প-কারখানা চালু রাখা হয়েছে, সেভাবেই স্বাস্থ্যবিধি মেনে বিপণিবিতান ও শপিংমল খোলা রাখার সুযোগ দেওয়া হোক।
Leave a Reply