নিজস্ব প্রতিবেদক : ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ শীর্ষক ব্র্যান্ডিং ও ‘বিদ্যুৎ বিভাগের ইনোভেশন কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে সিলেটে শিক্ষার্থীদের মাঝে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত বাংলা ও ইংরেজি তারিখ সম্বলিত ক্যালেন্ডার ও রুটিন কার্ড বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় কবি নজরুল অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যুৎ বিভাগের উপ সচিব ইয়াসমিন বেগম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার, পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান ও পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর মহাব্যবস্থাপক আবু হানিফ মিয়া। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু শাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলাম। পরিচালনায় ছিলেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাসগুপ্ত।
প্রধান অতিথি জেলা প্রশাসক নুমেরী জামান বলেন, উন্নয়নের অন্যতম পূর্বশর্ত বিদ্যুৎ। বর্তমান সরকার এ ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
Leave a Reply