নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং বিদ্যুৎ, পানি ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানবন্ধন করা হয়েছে।
সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সোমবার দুপুরে মহানগরীর সুরমা পয়েন্ট এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির জেলা আহবায়ক কামরুল হুদা জায়গীরদার ও মহানগর সভাপতি নাসিম হোসেইন সহ অন্যান্য নেতা।
নেতবৃন্দ বলেন, সরকার বিদ্যুৎ, পানি ও গ্যাসের মূল্য বৃদ্ধি করে জনগণের সাথে প্রতারণা করেছে।
তারা অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
Leave a Reply