সিলেটে বিডিজবস ডট কমের উদ্যোগে দুই দিনব্যাপী বিডিজবস চাকরি মেলা বুধবার (২২ মার্চ) থেকে শুরু হচ্ছে।
এ উপলক্ষে সোমবার সকালে মহানগরীর একটি হোটেলে আহুত সংবাদ সম্মেলনে বিডিজবস ডট কমের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা প্রকাশ রায় চৌধুরী জানান, বুধবার সকাল সাড়ে ১১টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
মেলায় দেশী-বিদেশী ৪০টি প্রতিষ্ঠান দুইশর অধিক লোকবল নিয়োগের উদ্দেশ্যে অংশগ্রহণ করবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত মেলা প্রতিদিন সকাল ১০ থেকে ৪টা পর্যন্ত চলবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেটের সাবেক সম্পাদক জয়নুল আকতার চৌধুরী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মিল্টন।
Leave a Reply