সাংস্কৃতিক প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট আয়োজিত অনুষ্ঠানে বন্ধুরাষ্ট্র ভারতের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ যোগ দেবে।
১৬ ডিসেম্বর বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনের সাধারণ সভায় মহান বিজয় দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য সংগঠনগুলোও অংশ নেবে।
এছাড়া সাধারণ সভায় আগামী বছর ২৬ জানুয়ারি সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সম্মেলনের তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীহ পরিচালনায় সাধারণ সভায় বিভিন্ন সদস্য সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
Leave a Reply