নিজস্ব প্রতিবেদক : ’বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’-এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় বিভাগীয় কমিশনারের কার্যালয় এর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাশাসক এম কাজী এমদাদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিংহ এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের জ্যেষ্ঠ কিউরেটর এ এস এম শফিউল আলম। মুখ্য আলোচক ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড ফরহাদ রাব্বি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মাধব রঞ্জন রায়।
Leave a Reply