সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ১৯ ব্যাটেলিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১৯৭৫ সালের এ দিনে বিজিবি সদর দপ্তর পিলখানায় এই ব্যাটেলিয়ন আত্মপ্রকাশ করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে আখালিয়া বিজিবি সদর দপ্তরে কেক কাটা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ১৯ বিজিবির পরিচালক লে কর্নেল রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, বিজিবি সরাইল উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের উপ মহাপরিচালক আরেফিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
Leave a Reply