বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিবস-২০২২ উপলক্ষে সিলেট সেক্টরের উদ্যোগে খেতাবপ্রাপ্ত ছয় বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীগণকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
এই মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে তৎকালীন ইপিআর সদস্য ছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলে তারা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বীরত্বের সঙ্গে লড়াই করে বিভিন্ন খেতাবে ভূষিত হন।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, সিলেট। অনুষ্ঠানসূচিতে ছিল অভ্যর্থনা, আলোচনা সভা, প্রীতিভোজ ও শুভেচ্ছা উপহার প্রদান।
সংবর্ধনা অনুষ্ঠানে লে কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি), মেজর মো হাসান আরাফাত পিএসসি, ভারপ্রাপ্ত অধিনায়ক, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এবং সেক্টর সদর দপ্তর, সিলেটসহ ১৯ ও ৪৮ বিজিবির অন্যান্য অফিসার ও সকল পদবীর সদস্যগণ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply