সিলেটের জকিগঞ্জ উপজেলায় ৪১ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সাঁড়াশি অভিযানে ৭২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়েছে।
শনিবার দিনগত রাত ৩টায় উপজেলার লক্ষীবাজার সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন লক্ষীবাজার বিওপির নায়েক মো আয়ুব আলী।
এ সময় তেলীখাল নদীর পাড় হতে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়। বিজিবি টহল দলের উপস্থিতি আঁচ করতে পেরে মাদক পাচারকারীরা মদগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
উদ্ধারকৃত মদের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১ লাখ ৮ হাজার টাকা।
Leave a Reply