সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অভিযানে জব্দ ৫ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার ২০০ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করা হয়ছে।
বুধবার সকালে ৪৮ বিজিবির বাস্কেটবল মাঠে এসব নিষিদ্ধ পণ্য ধ্বংস করা হয়।
২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি থেকে এ বছরের ১ জুন পর্যন্ত বিভিন্ন অভিযানে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য বিজিবি ৪৮ ব্যাটেলিয়ন জব্দ করে।
এসময় উপস্থিত ছিলেন, ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আহমেদ ইউসুফ জামিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান, জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক হুমায়ুন কবির ও পরিবেশ অধিদফতরের পরিদর্শক হারুন অর রশিদ।
Leave a Reply