সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে যখন শান্তি ও উন্নয়নের সুবাতাস বইছিল এবং সমৃদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তখনই তাকে হত্যা করা হয়। তবে তাকে হত্যা করে যারা দেশ থেকে জাতীয়তাবাদী চেতনাকে উপড়ে ফেলতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
বুধবার দুপুরে কেমুসাসের শহীদ সুলেমান হলে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী ‘অবৈধ’ সরকার জিয়ার অবদানকে অস্বীকার করে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে সুগভীর ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে খালেদা জিয়াকে। রাজনীতির ময়দান থেকে মাইনাস করতেই তিন বারের প্রধানমন্ত্রীর মুক্তি নিয়ে বাকশালী সরকার টালবাহানা শুরু করেছে।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির মহানগর সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, সালেহ আহমদ খসরু, সিসিক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল হক জিয়া, মুফতি বদরুন নূর সায়েক, ডা নাজমুল ইসলাম, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ, মাহবুব চৌধুরী প্রমুখ।
আলোচনা সভার শেষ পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত। এতে জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত, এম ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান এবং চিকিৎসাধীন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মায়ের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply