সিলেট জেলা বিএনপির উদ্যোগে ‘কারান্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গুম নামক অপরাজনীতির ভয়াবহতা ও অবরুদ্ধ গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভা সোমবার বিকাল ৩টায় মহানগরীর মিরের ময়দানে হোটেল লা রোজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়াও জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়িচালক আনসার আলী গুমের ৭ বছর অতিবাহিত হওয়ায় জেলা বিএনপির তিন দিনের কর্মসুচির অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ আলোচনা সভাকে সফল করার জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
Leave a Reply