নিজস্ব প্রতিবেদক : সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে প্রধান বিচারপতির সাথে দেখা করতে প্রদানের প্রতিবাদে এবং বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার দাবিতে সিলেটে বিএনপিপন্থী আইনজীবীরা মানববন্ধন করেছেন।
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট জেলা শাখা ৩ নম্বর বার লাইব্রেরির সামনে এই মানববন্ধনের আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান শাবু, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট ইকবাল আহমদ, প্রচার সম্পাদক আল আসলাম, সদস্য জুবায়ের আহমদ খান ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব।
Leave a Reply