বাসদ-মার্কসবাদী সিলেট জেলা পাঠচক্র ফোরাম গঠন করা হয়েছে।
শুকবার সকালে মহানগরীর শিবগঞ্জে সংগঠনের কার্যালয়ে জেলা সংগঠক সুশান্ত সিনহা সুমনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মহিতোষ দেব মলয়ের পরিচালনায় জেলার নির্ধারিত সংগঠকদের বৈঠকে পাঠচক্র গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নবগঠিত সিলেট জেলা পাঠচক্র ফোরামের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন এবং সদস্য হৃদেশ মুদি, আবুবকর শিকদার মহিতোষ দেব মলয় ও অ্যাডভোকেট রনেন সরকার রনি।
Leave a Reply