নিজস্ব প্রতিবেদক : সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় বাল্যবিয়ে বন্ধ ও নিরোধে মানুষকে আরো বেশি সচেতন করে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাল্যবিবাহ বন্ধ ও নিরোধকল্পে দিনব্যাপী সচেতনতামূলক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা রেজিস্টার কার্যালয়ের উদ্যোগে এবং বিবাহ ও তালাক রেজিস্টার সমিতি জেলা শাখার সহযোগিতায় জেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। জেলা রেজিস্টার জসিম উদ্দিন ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উল্লাহ খান, জৈন্তাপুরের সাব রেজিস্টার হাফিজুর রহমান, ফেঞ্চুগঞ্জের সাব রেজিস্টার মিজাহারুল ইসলাম ও কোম্পানীগঞ্জের সাব রেজিস্টার কাইয়ুম মজুমদার, দক্ষিণ সুরমার সাব রেজিস্টার আয়েশা সিদ্দিকা, ঢাকা দক্ষিণের সাব রেজিস্টার সাইফুল ইসলাম ও তাজপুরের সাব রেজিস্টার ইউনুস মিয়া। পরিচালনায় ছিলেন, বালাগঞ্জের সাব রেজিস্টার আবুল হোসেন।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, জেলা মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধকগণ এবং হিন্ধু বিবাহ নিবন্ধকগণ।
Leave a Reply