নিজস্ব প্রতিবেদক : বাল্যবিবাহ মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সিলেটে বাল্যবিবাহ প্রতিরোধ প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ও ইউনিসেফের সার্বিক সহযোগিতায় কবি নজরুল অডিটোরিয়ামে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রচারণা কার্যক্রম উদ্বোধন করেন, প্রধান অতিথি ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব। অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমান, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক ড হারুনুর রশিদ ও ইউনিসেফ কর্মকর্তা কামরুল আলম। পরিচালনায় ছিলেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত।
Leave a Reply