প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেডের ১২ তম সাধারণ সভা অনু্িষ্ঠত হয়েছে।
রবিবার দুপুরে সিলেট মহানগরীর সুবিদবাজারে একটি কনভেনশন হলে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানি সচিব সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্যে বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী জানান, বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের পটিয়ায় কর্ণফুলি পাওয়ার লিমিটেড ও বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড নামের ফার্নেস তেলভিত্তিক দুটি বিদ্যুৎ কেন্দ্রে। ফলে বারাকা গ্রুপের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩১৬ মেগাওয়াটে পৌঁছেছে।
সাধারণ সভায় বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী আশা প্রকাশ করেন, দুটি নতুন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসায় কোম্পানির মুনাফা বৃদ্ধি পাবে।
Leave a Reply