নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি সিলেটের বানভাসি মানুষের মাঝে খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
আইজিপি সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা এলাকার সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের আশ্রয়কেন্দ্রে মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও রান্নাকরা খাবার বিতরণ করেন।
এর আগে আইজিপি সুনামগঞ্জের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। দুপুর আড়াইটার দিকে আসেন সিলেট। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হেলিকপ্টার থেকে নেমেই সাহেববাজার চলে যান।
ত্রাণসামগ্রী ও রান্নাকরা খাবার বিতরণ শেষে আইজিপি জানান, আকস্মিক বন্যার শুরু থেকেই ফাস্ট রেসপন্ডার হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। প্রত্যন্ত অঞ্চল থেকে স্থানীয় নৌকা ও বালি পরিবহনের নৌকা দিয়ে বানভাসি মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেয়। বিভিন্ন থানা ভবনেও বানভাসি মানুষকে আশ্রয় দেওয়া হয়। বন্যার্ত মানুষ ও আশ্রয়কেন্দ্র সমূহে ত্রাণসামগ্রী বিতরণসহ রান্নাকরা খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করে যাচ্ছে পুলিশের বিভিন্ন ইউনিট। একই সাথে মানুষের বাড়িঘর ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যার পানি কমে যাবার পরেও পুনর্গঠন কার্যক্রমে পুলিশ বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন এসএমপির কমিশনার মো নিশারুল আরিফ, ডিআইজি সিলেট রেঞ্জ মো মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) পরিতোষ ঘোষ, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম, উপপুলিশ কমিশনার (উত্তর) মো আজবাহার আলী শেখ পিপিএম, উপপুলিশ কমিশনার (সিটি এসবি) ইমাম মোহাম্মদ শাদিদ প্রমুখ।
Leave a Reply