নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান উপলক্ষে সিলেটে ভ্রাম্যমাণ আদালত মহানগরীর বন্দরবাজার এলাকায় বাজার তদারকিকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার দুপুরে সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে তদারকি পরিচালনা করা হয়। এ সময় আরো ছিলেন, নিরাপদ খাদ্য পরিদর্শক বেনু ভূষণ দাস ও সহকারী কমিশনার আশরাফুল হক। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ খাদ্য সামগ্রী তৈরির অভিযোগে ফুলকলি থেকে ৭০ হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্য আদায়ের জন্যে ভূষিমালের দোকান থেকে ৩ হাজার টাকা ও সবজির দোকান থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Leave a Reply