সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট মহানগরীর কুমারপাড়ায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বাক-শ্রবণ প্রতিবন্ধী দল ২-০ গোলে সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী দলকে পরাজিত করে।
পরে সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেটের ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় বধির সংস্থা ঢাকার সভাপতি সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ডেফ কমিউনিটি ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর ইকবাল বাবু, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মাহতাব উদ্দিন, কানাডা প্রবাসী বধির নাসির উদ্দিন খান, সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক সাঈম খান, সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ও সদস্য রাসেল আহমদ।
Leave a Reply