‘করোনা’ পরিস্থিতিতে সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে সিলেট সদর উপজেলার টুকেরবাজারে সংস্থার কার্যালয়ে শতাধিক সদস্যকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতরের অধীনে এই সহায়তার দেওয়া হয়েছে।
সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বাসসের ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন লাল, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক জুবের আহমদ।
Leave a Reply