সিলেট বিভাগে সুস্থ ধারার বাউল গান চর্চা নিশ্চিত করা ও বাউল গানের নামে সকল অপকর্ম বন্ধের দাবিতে মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগে সুস্থ ধারার বাউল গান চর্চার পক্ষে আন্দোলনকারী বাউলশিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ফকির শাহ তোফাজ্জুল ভান্ডারী, সাধারণ সম্পাদক ছয়ফুল আলম জালালী, বাংলাদেশ বাউল কল্যাণ ফেডারেশনের মহাসচিব বাউলশিল্পী দিলাল উদ্দিন সরকার, বাউলশিল্পী কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক বাউলশিল্পী ভাসানী বারিক, বাংলাদেশ জাতীয় বাউল ফাউন্ডেশনের সিলেট বিভাগের সমন্বয়কারী গীতিকার ফিরুজ আহমদ ফিরুজ, বাউলশিল্পী জালালী পারভেজ, আব্দুর রব, রুবেল আহমদ, কণ্ঠশিল্পী জালালী শামীমা, শাহ তোফাজ্জুল ভান্ডারী সংগীত একাডেমির সাধারণ সম্পাদক বাউল মীর আজাদ, সদস্য বাউল ইসমাইল প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, সিলেট বিভাগে হাজার বছরের ঐতিহ্যবাহী বাউল গান ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। হযরত শাহজালাল (র) ও হযরত শাহপরানের (র) এই পুণ্যভূমিতে শত শত মরমী সাধক জন্ম নিয়েছেন। সিলেটের ঐতিহ্যবাহী বাউল গান ভক্ত আশেকান রাতের পর রাত ঘুম নিন্দ্রা হারাম করে উপভোগ করতেন। সেই বাউল গান ও বাউল গানের আসর এখন যাত্রাগানের মঞ্চের রূপ ধারণ করেছে।
এতে আরও উল্লেখ করা হয়, সিলেট বিভাগের প্রত্যেক মাজার-মঞ্জিলে বিভিন্ন স্থানে বাউল গানের আসর ও মঞ্চ সাজিয়ে কিছু নারীবাজ নেশাখোর এক তরফা ৮/৯টি যুবতি মেয়ে এনে অশ্লীল নৃত্য পরিবেশন করে থাকে, যা দেখে যুবসমাজ তরিকাপন্থী লোক বিপথগামী হচ্ছে। বাউল গানের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। সবমিলিয়ে ২০/২৫ জন যুবক মিলে সিলেটের বিভিন্ন পীর-ফকির, অলি-আউলিয়ার মাজার শরীফকে পুঁজি করে নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত সাউন্ড মাইক ব্যবহার করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের লেখা পড়ার বিঘ্ন ঘটাচ্ছে।
এছাড়া সমাজবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে বলেও স্মারকলিপিতে অভিযোগ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply