নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর সুবিদবাজারে ছুরিকাঘাতে রাজিকুল ইসলাম রাজু নামে এক যুবক খুন হয়েছে। সে রাজমিস্ত্রীর কাজ করতো।
পুলিশ জানায়, একটি বাইসাইকেল নিয়ে ঝগড়ার জের ধরে শুক্রবার সন্ধ্যায় ঐ এলাকায় রাজিকুল ইসলামকে মোটরসাইকেল আরোহী কয়েকজন যুবক পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এলাকার লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
স্বজনরা জানান, রাজিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মহানগরীর বনকলাপাড়া এলাকায় তার মামার সাথে রাজমিস্ত্রীর কাজ করে আসছিলো।
Leave a Reply