সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির পরিচালনায় আয়োজিত বাইলেটারেল প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে বৃটিশ বাংলাদেশ ব্যাডমিন্টন অর্গানাইজেশন দল চ্যাম্পিয়ন ও সিলেট জেলা ব্যাডমিন্টন দল রানার্সআপ হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বিবিবিও ব্যাডমিন্টন দল ২-০ সেটে জেলা ব্যাডমিন্টন দলকে পরাজিত করে। চ্যাম্পিয়ন দলে ছিলেন, মার্ক ও ন্যানসন। রানার্সআপ দলে ছিলেন, সালমান খান ও কাওছার।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী ও অনির্বাণ ক্রীড়া চক্রের সভাপতি গোলাম জাবির চৌধুরী জাবু। সভাপতিত্ব করেন, জেলা ব্যাডমিন্টন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শামীম। স্বাগত বক্তব্য রাখেন, জেলা ব্যাডমিন্টন কমিটির সম্পাদক লিয়াকত হোসেন। সঞ্চালনায় ছিলেন, জেলা ব্যাডমিন্টন কমিটির সদস্য আব্দুল আলীম শাহ।
Leave a Reply