ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটে বাংলাদেশ ও সিসেলসের মধ্যকার দুই ম্যাচের ফুটবল সিরিজ শনিবার, ২৫ মার্চ শুরু হচ্ছে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও সিসেলস জাতীয় ফুটবল দলের মধ্যকার দু’ম্যাচের ফিফা আন্তর্জাতিক এ ফুটবল সিরিজের প্রথম ম্যাচে জয়ের প্রত্যাশ উভয় দলেরই। বিকেল পৌণে ৪ সিলেট জেলা স্টেডিয়ামে দু’দল খেলতে নামবে ।
এ উপলক্ষে সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার, ২৪ মার্চ সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ ও সিসেলস ফুটবল দলের কোচ ও অধিনায়ক। সকাল ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দু’দলের কোচ ও অধিনায়ক নিজ নিজ দলের সামর্থ ও প্রত্যাশার কথা বলেন।
তারা জানান, দুই ম্যাচের সিরিজ হলেও আপাতত প্রথম ম্যাচ নিয়েই ভাবনা ও কর্মপরিকল্পনা চলছে। আর প্রথম ম্যাচ জয়ের মাধ্যমে তারা সিরিজের শুভ সূচনা করতে চান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ টিমের কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘দেশের মাটিতে খেলতে আমরা উন্মুখ হয়ে আছি। সিসেলসের বিরুদ্ধে সিরিজের দুটি ম্যাচই চ্যালেঞ্জিং হবে। তবে প্রথম ম্যাচ জিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে।’
সিরিজের দুটি ম্যাচই জিততে হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেখাতে হবে যে, আমরা জিততে পারি। এ ব্যাপারে কোনো অজুহাত চলবে না। আমাদের দল হিসেবে ভালো খেলতে হবে, যাতে দলকে নিয়ে গর্ব হয়।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ’ফিফা র্যাংকিংয়ে সিসেলস (১৯৯) আমাদের চেয়ে ৭ ধাপ পিছিয়ে রয়েছে। সৌদি আরবে আমরা ফিফা র্যাঙ্কিংয়ে ১২০ নম্বরে থাকা মালাউইয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছি অনুশীলন ম্যাচে। আমাদের দলে কোনো সমস্যা নেই। ভালো ফল করাই আমাদের লক্ষ্য।’
জামাল ভূঁইয়া বলেন, ‘এবার আমরা আমাদের দেশে খেলছি। আর এ পুণ্যভূমি সিলেটে আয়োজিত দুই ম্যাচের সিরিজ আমরা জয় দিয়েই শুরু করতে চাই।’
সংবাদ সম্মেলনে সিসেলস হেড কোচ নেভিল বোথ বলেন, ‘আমাদের টিমের সবাই খেলার জন্য প্রস্তুত। বাংলাদেশের সঙ্গে নিজেদের সর্বোচ্চটাই দেবে দলের খেলোয়াড়রা। আর নিজেদের মতো খেলতে পারলে ম্যাচ আমরা জিতবো।’
নেভিল বোথ বলেন, ‘বাংলাদেশ যেহেতু নিজেদের মাঠে খেলছে, তাই মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে। তবে আমাদের দলের খেলোয়াড়রা মাঠে পুরো সময়ই সমানভাবে লড়াই চালিয়ে যাবে। আর ফলাফলও নিজেদের পক্ষে আনবে বলে আমার বিশ্বাস।’
সিসেলস দলের অধিনায়ক স্টেনিও মারে বলেন, ‘আমরা মাঠে নিজেদের সামর্থের পরিচয় দেই। নিজেদের সামর্থ অনুযায়ী খেলতে পারলে আমরা সিরিজ জিততে পারি। তবে এখন আমাদের শুধুই ভাবনা প্রথম ম্যাচ নিয়ে। আর এই ম্যাচে আমরা জয়ী হবো।’
Leave a Reply