সিলেটে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ, সিলেটের দুই কৃতি সন্তান বিএমএর কেন্দ্রীয় মহাসচিব ডা এইহতেশামুল হক চৌধুরী ও সহ সভাপতি অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরীকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার সিলেট রেডক্রিসেন্ট সোসাইটি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল। বক্তব্য রাখেন সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, শিক্ষাবিদ ড কবির এইচ চৌধুরী, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্য্যকরী পরিষদ সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, কামাল আহমদ, সোয়েব আহমদ, সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিচালক ডা সুধাময় মজুমদার ও সাবেক যুব প্রধান এনামুল হক চৌধুরী সুহেল।
Leave a Reply