বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে দেশজুড়ে ২১টি জেলায় শীতবস্ত্র দান কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম থেকে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে শনিবার মহান বিজয়ের মাস উপলক্ষে সিলেটের দলদলি চা বাগান এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব ও অ্যাডভোকেট বুলবুল আহন্মেদ চৌধুরী।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি উৎফল বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দলদলি চা বাগান সভাপতি মিন্টু দাশ, সিলেট-চট্টগ্রাম ফেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, অংশুপ্রু মারমা, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, দিলু বড়ুয়া, শেলু বড়ুয়া, বরুন বড়ুয়া, অপরাজিত বড়ুয়া অহন, অর্নিতা বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয় ও সেতু বড়ুয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply