নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি-বাপুস জেলা শাখার উদ্যোগে প্রস্তাবিত শিক্ষা আইনে কতিপয় ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুল আলম মিলন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পরিচালক মাওলানা খলিলুর রহমান, সহ সভাপতি নিজাম উদ্দিন ও আজিজুর রহমান তপন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন রহিম, কোষাধ্যক্ষ গুলজার আহমদ, বালাগঞ্জ উপজেলা সভাপতি নূর উদ্দিন পুতুল, পুস্তক ব্যবসায়ী মিজানুর রহমান, এহসানুল হক তাহের, মুর্শেদ আলম বুলবুল, লিটন আহমদ ও জসিম উদ্দিন।
মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি, বাংলাদেশ পাঠ্য পুস্তক মুদ্রণ ও বিপণন সমিতি, বাংলাদেশ পেপার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশেন এবং বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
Leave a Reply