ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটে বাংলাদেশ আন্তঃ মণিপুরী ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি ২০২৩ শুরু হয়েছে। অয়োজন করেছে বাংলাদেশ মণিপুরী স্পোর্টস এসোসিয়েশেন। শুক্রবার, ১৭ নভেম্বর বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
মহানগরীর মাছিমপুরে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল এসোসিয়শনের নির্বাহী সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
উদ্বোধন পর্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বিজিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার সাবেক সভাপতি বাংলাটিভির বিশেষ প্রতিনিধি আল আজাদ ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক হানিফ আলম চৌধুরী। সভাপতিত্ব বাংলাদেশ মণিপুরী স্পোর্টস এসোসিয়েশেনের সহসভাপতি অজয় সিংহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অভিষেক সিংহ রাজীব।
ফ্যাশন হাউস মাহার পুষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় অংশ নেয় ভানুগাছ ইয়াং স্টার ও কমলগঞ্জের কম প্রত্যাশা নাহারল ক্লাব। এতে ১-০ গোলে কম প্রত্যাশা নাহারল ক্লাব জয়লাভ করে।
প্রতিযোগিতায় সিলেট বিভাগের মণিপুরী সমাজ থেকে ৮টি দল অংশ নিচ্ছে।
Leave a Reply