সাংস্কৃতিক প্রতিবেদক : আগামী রবিবার শুভ নববর্ষ। যাত্রা শুরু হবে নতুন বাংলা বছরের। ১৪৩১ সালকে বরণ করতে প্রস্তুতি চলছে সারা দেশে। বর্ণিল কর্মসূচি পালন করা হবে সরকারি-বেসরকারি উদ্যোগে। সিলেটেও নানা অনুষ্ঠানের আয়োজন থাকছে।
সিলেটে জেলা প্রশাসনের কর্মসূচিতে রয়েছে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, যা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তপ্রাঙ্গণে গিয়ে শেষ হবে। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে জেলা প্রশাসনের তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
Leave a Reply