নিজস্ব প্রতিবেদক : পয়লা বৈশাখ। বাংলা সনের প্রথম দিন। শুভ নববর্ষ। বাঙালির প্রাণের উৎসব। রবিবার সূর্যোদয়ের সাথে নতুন বছর ১৪২৬ কে বরণ করবে জাতি। তাই প্রস্তুত বরণডালা। সারাদেশে উৎসবের আমেজ। সরকারি-বেসরকারি উদ্যোগে সূর্যাস্ত পর্যন্ত আচার-অনুষ্ঠান চলবে।
এদিকে পুরনো বছরকেও বিদায় জানানো হয়েছে নানা আনুষ্ঠানিকতায়। এ উপলক্ষে সিলেটে বিভিন্ন সংগঠন আলোচনা সভা, সাস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করে।
নৃত্যশৈলী বিকেলে জেলা ক্রীড়া ভবন প্রাঙ্গণে নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানায়। জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট অনুষ্ঠানের আয়োজন করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে। ছড়ামঞ্চের শেষ বিকেলের ছড়াপাঠের আসর বসে জালালাবাদ পার্কে। এছাড়া সম্মিলিত নাট্য পরিষদ ঐতিহাসিক চাঁদনীঘাটের সিড়িতে অন্যান্য বছরের মতোই আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানে। এতে নতুন বছরকে স্বাগত জানিয়ে সিলেটবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন।
Leave a Reply