নিজস্ব প্রতিবেদক : সিলেটে বর্ণিল কর্মসূচিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি উদ্যোগে গ্রহণ করা হয়েছে ব্যাপক কর্মসূচি। সর্বস্তরের মানুষ এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
সূর্যোদয়ের সাথে সাথে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়। প্রথমেই কেন্দ্রীয় শহিদমিনার বাস্তবায়ন পরিষদের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা।
সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে অন্যদের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও জেলা সহ সভাপতি আশফাক, বিএনপির জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিশু সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
Leave a Reply