নিজস্ব প্রতিবেদক : সিলেটে বর্ণিল আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড নাজমুনারা খানুম, পুলিশের উপ মহাপরিদর্শক, কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মনিরুজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা।
পরে মহানগর ছাত্রলীগের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়।
Leave a Reply