ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রায় অলিম্পিক ডে-রান উদযাপন করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে এর আয়োজন করা হয়।
রবিবার সকালে জেলা ক্রীড়া ভবনের সামনে শোভাযাত্রার উদ্ধোধন করেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী।
Leave a Reply