নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসন বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরকে বরণ করেছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হয়।
পরে কেন্দ্রীয় শহীদমিনারে অনুষ্ঠিত বিজয় সমাবেশে সভাপতিত্ব করেন, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আজম খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন, সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা। পরিচালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী।
Leave a Reply