নিজস্ব প্রতিবেদক : সিলেটে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতার মাস মার্চকে বরণ করা হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মীর মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সভাপতি আল আজাদ ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে যায়। সেখানে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠার মাধ্যমে ত্রিশলাখ শহীদের অত্মদানকে সার্থক করতে নিজ নিজ অবস্থান থেকে নিরলস কাজ করার আহ্বান জানান।
Leave a Reply