নিজস্ব প্রতিবেদক : গান, নৃত্য ও কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনে সিলেট এমসি কলেজে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে।
সোমবার ঋতুরাজ বসন্তের প্রথম দিনে সাংস্কৃতিক সংগঠন মোহনা ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করে।
সকালে ‘মোহনা বসন্ত শোভাযাত্রা’ শেষে উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। সংগঠনের সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী আমিনুল ইসলাম লিটন, মোকাদ্দেস বাবুল, শামীমা চৌধুরী, নিপু মল্লিক, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও অন্যরা।
লিডিং ইউনিভার্সিটি : ‘বসন্ত আসুক সবার প্রাণে, বসন্ত আসুক এই ফাগুনে’ এ স্লোগান নিয়ে লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাব ‘বসন্ত বরণ’ উৎসবের আয়োজন করে।
এ উপলক্ষে সোমবার বসন্তের প্রথম দিন রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মো কামরুজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড এস এম আলী আক্কাস সহ অন্যান্যরা।
কর্মসূচিতে ছিল গান, নৃত্য ও কবিতা আবৃত্তি সহ নানা আয়োজন। সন্ধ্যায় সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।
Leave a Reply