নিজস্ব প্রতিবেদক : সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করা হবে। এ উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা-সংগঠনকে নিয়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
সরকারি নির্দেশনা অনুসারে নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো মজিবর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মো আজবাহার আলী শেখ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
কর্মসূচিতে রয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চাঁদনীঘাটে সম্মিলিত নাট্য পরিষদের বাস্তবায়নে বর্ষ বিদায় ও বরণ অনুষ্ঠান, বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা, সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তপ্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, সিলেট কেন্দ্রীয় কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালি খাবার দিয়ে ইফতার, সুবিধাজনক সময়ে কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কারাবন্দিদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী, ওসমানী জাদুঘর ও হাছনরাজা জাদুঘর সহ সকল পার্ক সবার জন্যে উন্মুক্ত রাখা, বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের জন্যে রচনা প্রতিযোগিতা। এসব কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply