নিজস্ব প্রতিবেদক : সিলেটে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার রাতে মহানগরীর শাহী ঈদগা এলাকায় সদর উপজেলা মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এসএমসিসিআই আয়োজিত এই অন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার মো কামরুল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসিসিআইর প্রথম সহ সভাপতি হাছিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
Leave a Reply