নিজস্ব প্রতিবেদক : সিলেটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে সকালে মহানগরীর মেন্দিবাগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে এম আব্দুল মোমেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মো শফিকুল ইসলাম প্রমুখ।
শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply