নিজস্ব প্রতিবেদক : ‘বই পড়ি, স্বদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সিলেটে জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গ্রন্থাগার সোমবার সকালে কেন্দ্রীয় শহীদমিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
পরে সিলেট বিভাগীয় সরকারি গ্রন্থাগার সেমিনার কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাফায়েত মোহাম্মদ সায়েদুল হক, স্টেট কলেজের অধ্যক্ষ জ্যোতির্ময় দাশগুপ্ত ও ব্রাক শিক্ষা কার্যক্রম কর্মসূচির ব্যবস্থাপক মাখন বড়াল। সভাপতিত্ব করেন, সিলেট বিভাগীয় সরকারি গ্রন্থাগারের উপ পরিচালক শওকত আলী।
Leave a Reply