নিজস্ব প্রতিবেদক : সিলেটে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে মহানগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি মেন্দিবাগ পয়েন্ট থেকে বের হয়ে সোবহানিঘাট ঘুরে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
পরে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শাহনাজ পারভীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, কাস্টমস কমিশনার গোলাম মুনীর ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
Leave a Reply