নিজস্ব প্রতিবেদক : সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টি হয়নি। তবে সন্ধ্যার পর প্রবল বর্ষণ হয়। উজানের পাহাড়ি ঢলের চাপও কম। তাই পানি কোথাও কমেছে আবার কোথাও খুব আস্তে অাস্তে বাড়ছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, ইতোমধ্যে জেলার ৬টি উপজেলায় প্রায় দেড়হাজার হেক্টর জমির আউশ ফসল নিমজ্জিত হয়েছে।
ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা সদরে এখনো পানি। অনেক দোকানে পানি ঢুকে পড়েছে। কিছু কিছু এলাকায় ত্রাণ দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া ব্যক্তিগতভাবেও কেউ কেউ ত্রাণ বিতরণ করেছেন।
বালাগঞ্জ উপজেলা সদরের তিনটি জায়গায় পানি উঠেছে। পানি ঢুকেছে বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনের নিচতলায়। ওসমানীনগর ও গোলাপগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকেছে। ডুবে গেছে গ্রামীণ সড়কগুলো। বিয়ানীবাজার উপজেলার ব্যাপক এলাকা এখনো বন্যা কবলিত। সিলেট-বিয়ানীবাজার সড়কের ককেয়টি জায়গায় পানি। তাই ঝুঁকি নিয়ে যান চলাচল করছে বলে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান জানিয়েছেন।
Leave a Reply