নিজস্ব প্রতিবেদক : সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার উত্তর-পূর্বাংশের সকল উপজেলাই এখন বন্যা কবলিত। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে একের পর এক জনপদ ও ফসলি জমি প্লাবিত করছে।
সিলেট মহানগরীর ব্যাপক এলাকাও বন্যা কবলিত। শাহজালাল উপশহর, সোবহানিঘাট, কালিঘাট, তালতলা, জামতলা ও জল্লারপাড় এলাকায় রাস্তার উপরেও পানি। ফলে জন ও যান চলাচল বিঘ্নিত হচ্ছে। পানি ঢুকেছে বহু বাসাবাড়িতেও। কালিঘাট এলাকার পাইকারি ব্যবসায়ীদের গুদামে পানি ঢুকে পড়ার আশংকা দেখা দিয়েছে।
জেলা প্রশাসন থেকে আপাতত কেবল প্রাথমিক বিদ্যালয় ভবনগুলোকে আশ্রয়কেন্দ্র করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন আজ বুধবার বন্যা পরিস্থিতি দেখতে সিলেট আসছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি পরিস্থিতি মোকাবেলায় সকল প্রকার পদক্ষেপ নিতে নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে সিলেটের বন্যা পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।
জকিগঞ্জ থেকে সাংবাদিক শ্রীকান্ত পাল জানান, জকিগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিকেলে নতুন করে কুশিয়ারা নদীর বড়চালিয়া, সুপ্রাকান্তি ও রারাই গ্রামে বেড়িবাধ ভেঙ্গে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করছে।
এর আগে সুরমা নদীর বেড়িবাঁধ ভেঙ্গে উপজেলার নূরনগর, কোনাগ্রাম, বড়বন্দ, আকাশমল্লিক, বাল্লাহ, শরীফাবাদ, নোয়াগ্রাম, উত্তর খিলোগ্রাম, চকবারাকুলি ও কচুয়া এলাকা বন্যা কবলিত হয়।
জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তানে দুর্যোগ ব্যবস্থপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার।
সভায় বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা বন্যা কবলিত এলাকা ও পানিবন্দি মানুষদের কাছে দ্রুত সাহায্য পাঠানোর আহবান জানান।
Leave a Reply