ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও দিনমজুরদের মাঝে সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ তৌফিক বকস লিপন মশারি বিতরণ করেছেন।
রবিবার মহানগরীর দক্ষিণ সুরমায় কদমতলী পয়েন্টে এই মশারি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান।
কাউন্সিলর তৌফিক বকস লিপনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মির্জা দুলাল আহমদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বদরুল ইসলাম।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ও কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
তারা বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন।
এ্ররই ধারাবাহিকতায় কাউন্সিলর তৌফিক বকস লিপন বন্যার্ত ও বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে রান্নাকরা খাবার, ত্রাণ, শুকনো খাবার ও মশারি বিতরণ সহ বিভিন্ন মানবিক কার্যক্রম চালাচ্ছেন।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply