নিজস্ব প্রতিবেদক : সিলেটের সিভিল সার্জন ডা হিমাংশু লাল রায় জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগ বন্যা কবলিত এলাকাবাসীকে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখতে সচেষ্ট রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান।
সিভিল সার্জন বলেন, বন্যার পানি নেমে যেতে শুরু করলে ডায়রিয়া, চর্মরোগ, শিশুদের শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ বয়স্কদের মধ্যে নানা রোগের প্রাদুর্ভাব হতে পারে। এসব রোগের চিকিৎসায় ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্বাস্থ্য বিভাগের পর্যাপ্ত ওষুধ সহ পূর্ণপ্রস্তুতি রয়েছে।
তিনি জানান, প্রসূতিদের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে, যাতে তাদের কোন সমস্যা না হয়।
সিলেটের বন্যা কবলিত ৭ উপজেলায় ৭৮টি মেডিকেল টিম করছে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় সিভিল সার্জন দফতরের অন্যান্য কর্মকর্তা এবং কয়েকজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply