বাংলাদেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নামে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় সিলেটের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে।
শনিবার দিনব্যাপী জেলার তিনটি উপজেলার ৪টি স্থানে ৪ শতাধিক মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এতে ছিল, চাল, ডাল, তেল, আলু ও পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় আরও কয়েকটি পণ্য।
সকালে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের দারুসসালাম মাদরাসা মাঠে দৈনিক যুগান্তর ও যমুনা টিভির স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে ত্রাণ বিতরণ উদ্বোধন করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ফাউন্ডেশনের অন্যতম পরিচালক লেখক সাংবাদিক মাওলানা তোফায়েল গাজালি, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ রেনু, যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, ফাউন্ডেশনের ত্রাণ প্রকল্প পরিচালক মাওলানা সোহাইল আহমদ, জামেয়া দারুল উলুম মাদরাসা সিলেটের মুহতামিম মাওলানা আব্দুল মালিক চৌধুরী, হাফেজ মাহমুদুল হাসান, খালেদ আহমদ, দেলোয়ার হোসেন ইমরান ও যমুনা টিভির ক্যামেরাপার্সন শাকিল আহমদ সোহাগ।
কালিজুরি পীরেবাজারে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা মাওলানা আবুল খায়ের ও মাহবুবুর রহমান।
জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চাক্তায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, চাক্তা কওমি মাদরাসার মুহতামিম মাওলানা মাসুদ আজহার ও মাওলানা আব্দুল্লাহ মাহফুজ।
কানাইঘাট উপজেলার চতুল ইউনিয়নের চতুল সরুফৌদে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, হাবিব আহমদ, মাওলানা ইমাদ উদ্দিন লাহিন, মাওলানা রুহুল আলম ও মাওলানা খায়রুল ইসলাম।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply