নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারী বদরুল আলমের ফাঁসির দাবিতে সিলেটে চলমান আন্দোলনে একাত্ম হয়ে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে সংহতি সমাবেশ করে নারী মুক্তি কেন্দ্র। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিকেল ৪টায় মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা। এতে বক্তারা বদরুল আলমের ফাঁসি দাবি করেন।
বিকেল সাড়ে ৪টায় মানববন্ধন করে জেলা ও মহানগর ছাত্রদল। এ সময় নেতৃবৃন্দ বদরুল আলমকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে চিরদিনের জন্যে বহিষ্কারের দাবি জানান।
এছাড়া বিকেল ৫টায় বাংলাদেশ ছাত্র মৈত্রী জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
Leave a Reply